শীতের ছোঁয়া ❄️

T

Test User

1 day ago 0 মিনিট পড়ুন
2
1
1
0
শীতের ছোঁয়া ❄️
কুয়াশার চাদরে ঢাকা ভোরের পথ,
 হিমেল হাওয়ায় দুলে ওঠে গাছের শাখা।
 সূর্যের আলো যেন লাজুক কিশোরী,
 ধীরে ধীরে মিশে যায় ঘুমন্ত মাঠে।
মাটির গন্ধে ভরে ওঠে সকাল,
 চায়ের কাপ থেকে উড়ে আসে ধোঁয়া।
 দূরে কে যেন বাঁশি বাজায় নিঃশব্দে,
 মনটা কেমন উষ্ণ হয়ে যায় অজানায়।
দাদুর পাশে আগুন জ্বলে টুকটুক,
 গল্পে হারিয়ে যায় শিশুরা হাসিতে।
 সরিষা ফুলে সোনালি হাসি ছড়ায়,
 গ্রামের মেঠো পথে বাজে শীতের গান।
চাঁদের আলো নেমে আসে নীরবে,
 ঠান্ডা রাত জড়ায় ভালোবাসার ছোঁয়ায়।
 এই শীত যেন শান্তির এক ঋতু,
 যেখানে ঠান্ডায়ও উষ্ণ হয় মন। ❤️❄️

মন্তব্য (1)

মন্তব্য করতে লগইন করুন

S
Super Admin
1 day ago

❤️😍